জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

সেখ আব্দুল আজিম : ২রা নভেম্বর ফুরফুরা শরীফের ছোট হুজুর কর্ত্তৃক প্রতিষ্ঠিত তোড়লপুর জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত বাৎসরিক ঈসালে সওয়াব মহা সমারোহে অনুষ্ঠিত হয়। এবছর দুটি ছাত্র মাদ্রাসা থেকে ফারিগ হয়। আগের দিন রক্তদান শিবির সুসম্পূর্ণ হয়, বাৎসরিক ঈসালে সওয়াবে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা সিনিয়র টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস জনাব মাওলানা পীরজাদা আল্লামা সৈয়দ আমজাদ হুসাইন বোখারী সাহেব, ফারেগী ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করেন পীরজাদা মাওলানা সৈয়দ আমজাদ হুসাইন বোখারী সাহেব এবং বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা জনাব মাওলানা হাম্মাদ হুসাইন বোখারী সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হুসাইন সাহেব, খাস করে রক্তদান কর্মসূচি এলাকায় প্রথম হওয়ায় এলাকার মানুষের মনে ব্যাপক সাড়া ফেলেছে, এই শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক সাড়া জাগিয়েছে, পাশেই গড়ে উঠছে রাশিদিয়া মিশনের নতুন বিল্ডিং, শিক্ষা জগতে আরও একধাপ এগিয়ে গেলেন তোড়লপুর জাঙ্গিলপুর জুনিয়র মাদ্রাসা, বাৎসরিক ঈসালে সওয়াব ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি নির্ধারিত ১লা ও ২রা নভেম্বর মাসে অনুষ্ঠানগুলো আয়োজিত হবে বলে জানিয়েছেন মাদ্রাসার কমিটি কৃতপক্ষ এবং আহনাফ ফাউন্ডেশনের সেক্রেটারি আবু তালহা আব্বাসী ও আহনাফ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ জিয়ারুল সেখ।