|
---|
সংবাদদাতা : মেমারী খাঁড়ো যুবক সঙ্ঘের পরিচালনায় ডাক্তার বিপ্লব চ্যাটার্জী স্মৃতি সম্প্রীতি ক্রিকেট টূর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে মহেশ ডাঙ্গা ক্যাম্প ১৬ ওভারে ৯উইকেটের বিনিময়ে ১০১রান সংগ্রহ করেন বিনিময়ে মেমারী এজলেশ একাদশ ১১ ওভারে ৬উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেন। জয়ী দলের সুজন রায় ৪ওভারে২২ রান এর বিনিময়ে৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। খাঁড়ো যুবক সঙ্ঘের ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।