|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : ১৫ই জানুয়ারি থেকে জঙ্গিপুরের বুকে শুরু হচ্ছে ২০তম এম.পি কাপ টুর্নামেন্ট, শনিবার জঙ্গীপুরে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান। তিনি আরও জানান এম.পি. জঙ্গিপুর স্পোর্টস সেল এর আয়োজনে আগামী ১৫ই জানুয়ারি থেকে শুরু হবে এম.পি কাপ টুর্নামেন্ট, খেলা চলবে ১৯শে জানুয়ারি পর্যন্ত। খেলা হবে জঙ্গিপুর ম্যাকেঞ্জি পার্ক স্টেডিয়ামে। সেই সঙ্গে ক্রিকেট খেলা দেখতে আসার জন্য সকলকে আহ্বান জানান সাংসদ খলিলুর রহমান।