|
---|
জাব্বার সেখ, মুর্শিদাবাদ : সাগরদিঘীতে রক্তের বিপ্লবের অন্যতম মুখ যিনি এখনো পর্যন্ত কত রোগীদের রক্তের যোগান দিয়েছেন তার হিসেব বার করা কঠিন বললেই চলে,তারই জন্মদিন উপলক্ষে আজ সাগরদিঘী থানার উদ্যোগে এবং সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগীতায় আজ সাগরদিঘী থানা প্রাঙ্গণে পালিত হলো এক বিরাট রক্তদান শিবিরের। জন্মদিনে রক্তদান শিবির এই প্রথা সাগরদিঘীতে প্রথম তিনিই শুরু করেছিলেন প্রায় পাঁচ বছর আগে, আর এই প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা এখনও। প্রতিবছরই ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের জন্মদিনে আয়োজন করা হয় রক্তদান শিবিরে তবে এ বছর রক্তদান শিবিরের পাশাপাশি আয়োজন করা হয়েছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর্মসূচিরও। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রবীর কুমার মণ্ডল, সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস ,সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, সাগরদিঘীর অন্যতম শিক্ষক শচিন পাল মহাশয়, বিশিষ্ট নাট্যবিদ রবিন দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। রক্তদান কর্মসূচিতে সাগরদিঘী থানার আধিকারিক বিজন রায় ও তার পরিবারের উপস্থিতিতে রক্তদান করেন উদ্যোক্তা ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও তার পরিবার, রক্তদান করেন ট্রাস্টের সভাপতি রাধারাণী দেবনাথ দাস, সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমহতুল্লাহ , সাগরদিঘী থানায় কর্মরত আদ্যনাথ মাঝি মহাশয় সহ প্রায় ১০০জন রক্তদাতা। যার মধ্যে ছিল প্রায় ৩০জন মহিলা সহ ৪০জন নবীন রক্তদাতাও। গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস আর সেকথা মাথায় রেখে রক্তদানের পর প্রতিটি রক্তদাতার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ পাশাপাশি সরকারি সার্টিফিকেটও।