|
---|
সংবাদদাতা : শুভ জন্মদিন উপলক্ষে ও তারই সহযোগীতায় “সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট” এর পক্ষ থেকে বাড়ালা অঞ্চলের আহিরিপাড়া আদিবাসী এলাকার বাচ্চাদের প্রায় ৮০ জনের হাতে দুপুরের খাবার ‘ চিকেন-বিরিয়ানির ‘ পার্সেল প্যাকেট তুলে দেওয়া হয় । ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানাই যার জন্মদিন উপলক্ষে কর্মসূচি সেই ব্যক্তি তার নাম গোপন রেখে আমার কাছে এইরকম একটা ইচ্ছা প্রকাশ করে তারপর আমরা এই উদ্যোগটা নিই । পাশাপাশি ট্রাস্টের সভাপতি রাধারানী দেবনাথ দাস জানাই ছোট ছোট বাচ্চাদের হাতে খাবার তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারে খুব ভালো লাগছে । ট্রাস্টের তরফ থেকে সেই নাম গোপন রাখা ব্যক্তিটিকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অভিনন্দন ।