জন্মদিনে রক্তদান দুই যুবকের

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ এর সাগরদিঘী ব্লাড ব্যাংক রক্ত শূন্য হয়ে পড়েছে । কারণ প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থায় জঙ্গিপুর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে তাদের বিভিন্ন রক্তদান শিবির গুলোকে আপাতত স্থগিত রেখেছে যার মধ্যে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টও। কিন্তু সাধারণ মানুষ যাতে বিপদগ্রস্ত না হয় বা সংকট ময় পরিস্থিতির সম্মুখীন না হয় সেই দিকটা লক্ষ্য রেখে প্রতিটি স্বেচ্ছাসেবী সংস্থায় লাইফ ডোনার দিয়ে সাধারণ মানুষের কাজ করে চলেছে ।তারই এক নজির সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট । ট্রাস্টের এক সক্রিয় সদস্য বিশ্বজিৎ সাহার শুভ জন্মদিনকে উপলক্ষ করে লাইফ ডোনার হিসেবে রোগী রাকিবা খাতুন বাড়ি হড়হড়ি ও সারমিনা খাতুন বাড়ি হুকারহাট এর পরিপ্রেক্ষিতে ট্রাস্টের সদস্য বিশ্বজিৎ সাহা ও সাহিল শেখ রক্তদান করেন।ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস রক্তদাতাদের উত্তরীয় পরিয়ে ও একটি করে চারা গাছ দিয়ে সংবর্ধনা জানায় পাশাপাশি তিনি বলেন বিশ্বজিৎ এর জন্মদিন কে উপলক্ষ করে আমরা ভেবে রেখেছিলাম আজকের দিনে ব্লাড ব্যাংকে যেসব রোগীদের রক্তের প্রয়োজন পড়বে তাদের লাইফ ডোনার দিয়ে রক্তদান করব।