|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী: মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠনসাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট, আমরা দেখেছি যেকোন মানুষ কোন বিপদে পড়লেই তাঁরা ছুটে যান। সে রাত হোক বা দিন। আর সেই ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস তার কথা মতো আজও দিনের পর দিন বছরের পর বছর ধরে একি নিয়ম পালন করে আসছে ট্রাস্ট এর সদস্যরা, বিশেষ করে ট্রাস্টের কোন সদস্য বা সদস্যার জন্মদিনের কথা কানে এলেই এই ট্রাস্ট সেই দিন উপলক্ষে একটা কর্মসূচি হাতে নিয়ে ফেলে। বুধবার দিন এমনই একটি সাক্ষী রয়ে গেল সেই সংগঠনেরই এক সদস্য তথা রক্তযোদ্ধা কৌশিক দাসের জন্মদিন উপলক্ষে প্রায় ৫০ জন দুস্থ অসহায়দের শীতবস্ত্র বিতরণ করল পাশাপাশি বাচ্চাদের হাতে কিছু খাবার তুলে দিল।
সাগরদিঘী থানার নমু সাগরদিঘী গ্রামের আদিবাসী পাড়ায়। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন আমরা জন্মদিন উপলক্ষে রক্ত দান শিবিরও করে থাকি। কৌশিক দাস শুধু সদস্য নয় রক্তযোদ্ধা ও বটে তিনি প্রতিনিয়ত করে চলেছে মুমূর্ষ অসহায় রোগীদের জন্য রক্তের ব্যবস্থা যার কাছে মুমূর্ষ রোগীদের রক্তের ব্যবস্থা করে দেওয়াটা একটা নেশা স্বরূপ। এদিন
খাবার সামগ্রিক ও শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে গ্রামের সেই সমস্ত মানুষের মুখে এবং শিশুদের মুখে এই হাসি টুকুই তো আমরা তাঁদের মাঝে দেখতে চায়।