|
---|
আজিজুর রহমান, গলসি : জাওয়াদ এর পূর্বাভাসে সকাল থেকে শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি। ফলে চাষিদের মনে ঢুকেছে ভয়। জেলার সাথে সাথে গলসি ব্লকের মাঠজুড়ে এখনও পরে রয়েছে চাষিদের পাকা ধান। কোথাও জমির আলের উপর গাদা করা। আবার কোথাও জমিতেই কাটা রয়েছে পাকা ধান। কোন কোন চাষি আবার এখনও ধান কাটা শুরুই করেননি। কয়েকদিন আগেই জাওয়াদের সতর্কতা দিয়েছে রাজ্য সরকার। তার জেরে গত কাল বিকাল থেকে ডুবে গেছে সুর্য। এদিন সকাল থেকে শুরু হয়েছে ঝিরঝির বৃষ্টি। যার ফলে মাঠে এখন ভিজছে চাষিদের ধান। সোনার ফসল বাঁচাতে সকাল থেকেই চাষিরা ট্রাক্টর নিয়ে ধান তুলতে শুরু করেছেন। বিকাল অবদি ধান তুলতে ব্যস্ত গলসির চাষিরা। তারা জানিয়েছেন, এবারে যে তাদের ধান শোষক পোকাতে নষ্ট করেছে। যার ফলে কমে গেছে বিঘাপিছু ফলন। মাথার উপর কালো মেঘ নিয়ে দাড়িয়ে আছে জাওয়াদ। তার তাতেই এবার সিঁদুরের মেঘ দেখছেন গলসি এলাকার চাষিরা। গলসি ১ নং ব্লক বিডিও দেবলীনা দাস জানিয়েছেন, এবিষয়ে কয়েকদিন পূর্বে তারা এলাকায় মাইকিং করিয়ে চাষিদের সতর্ক করেছেন। এলাকার অনেক চাষি তা শুনে নিজেদের ধান বাড়িতে এনেছেন। তাছাড়াও ব্লকের সাধারণ মানুষকে তারা সতর্ক করেছেন। তবে এখনও সব চাষি সম্পুর্ণভাবে ধান তুলেতে পারেন। কিছু চাষি শেষ পর্যায়ে ধান তোলা চালিয়ে যাচ্ছেন। চাষি সহ সাধারণ মানুষ সবরকম সাহায্য করতে তারাও সব সময় সতর্ক রয়েছেন। পাশাপাশি জাওয়াদ এর গতিবিধির উপর নজর রাখতে তিনি একটি টিম তৈরী করেছেন। যারা প্রতিনিয়ত পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রতি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।