|
---|
নিজস্ব সংবাদদাতা :জোশীমঠে ফাটল সমস্যা ক্রমশই চিন্তার কারণ হয়ে উঠেছে। একের পর এক বাড়ি গুলিতে ফাটল দেখা দিচ্ছে, রাস্তাতেও চওড়া ফাটল দেখা দিয়েছে। এই ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। কয়েক মাস পরেই শুরু হবে চারধাম যাত্রা। এরই মধ্যে এই ঘটনায় রীতিমত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ বদ্রিনাথ যেতে হলে জসীমঠের উপর দিয়েই যেতে হয়। এরকম পরিস্থিতিতে জসীমঠ দিয়ে বদ্রিনাথ যাত্রা নিরাপদ হবে না। প্রশাসনের তরফ থেকে বিকল্প রাস্তা তৈরির ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। কিছু দূরে একটি রাস্তা তৈরি করার কাজ শুরু হলেও, ফাটলের কারণে সেই কাজ বন্ধ হয়ে রয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ভক্তরা যাতে সুষ্ঠুভাবে বদ্রিনাথ ধামযাত্রা করতে পারেন সেই ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে। ভক্তদের নিরাপত্তার কথা ভেবে বিকল্প রাস্তা তৈরির চেষ্টা করা হবে।