|
---|
সেখ সামসুদ্দিন, ২ অক্টোবরঃ মেমারি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটি তথা ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তর উদ্যোগে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্ট এর সহযোগিতায় মেগা বস্ত্রদান শিবির করা হয়। প্রায় ৮ শতাধিক সকল ধর্মের মানুষের হাতে শাড়ি বা লুঙ্গি তুলে দেওয়া হয় এবং ওয়ার্ডের দুঃস্থ ৫০টি পরিবারের হাতে পাঁচ কেজি করে চাল দেওয়া হয়। এই বস্ত্রদান শিবিরে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য বর্ধমান জেলা পরিষদের দলনেতা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফাত্তার কয়াল, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাপস পাঁজা, প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে, ওয়ার্ড সভাপতি সোনা বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার সহ ওয়ার্ডের নাগরিকবৃন্দ।