|
---|
রোদ্দুর ইসলাম,মেমারি : ২৬ জুন,কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের জন্মস্থান মাতুলালয় পূর্ব বর্ধমান জেলার পাতিল পাড়ায়। তৎ সংলগ্ন সিঙ্গারকোনের ঐকতান ভবনে ২৬ জুন বুধবার কবির ১৩৮ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত গবেষণাগারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও যথাযথ মর্যাদায় তা পালন করা হয়। সারাদিন ব্যাপী এই মহতী উদ্যোগের প্রথম পর্ব পাতিলপাড়ায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করেন সংস্থার কর্ণধার প্রণব রায়, সম্বারী হাঁসদা মুর্মু, রূপা চৌধুরী, মৈত্রেয়ী ব্যানার্জী প্রমুখ আরো অনেকে। পরের পর্ব অর্থাৎ কবি প্রণাম ও কবি সন্মেলন অনুষ্ঠিত হয় পাশ্ববর্তী সিঙ্গারকোনের ঐকতান ভবনে। স্থানীয় বিধায়ক দেবপ্রসাদ বাগ, কলেজ অধ্যক্ষ ডঃ নীলাঞ্জন দে, পঞ্চায়েত সমিতির সভাপতি সম্বারী হাঁসদা মুর্মু, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত গবেষণাগারের সভাপতি প্রণব রায়, কবি ও সংগঠক মৈত্রেয়ী ব্যানার্জী প্রমুখ মঞ্চাসীন ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও দেবকী দুলাল চক্রবর্তীর বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে এই মহতী অনুষ্ঠানের সূচনা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্তের শতাধিক কবি ও সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতিতে অরবিন্দ সরকার, শ্যামাপ্রসাদ চৌধুরী, মুরারী মোহন চক্রবর্তী, গুরুপ্রসাদ যশ, দুর্গাপদ মন্ডল, স্বপন দাস, দীপঙ্কর চক্রবর্তী, কল্পনা রায়, শিব শংকর বক্সী, সুফি রফিক উল ইসলাম, চৈত্র কুমার প্রামানিক, রাজীব ঘাঁটী, দিলীপ সাঁতরা, নূর মহম্মদ, বিমল চন্দ্র পাল, নিমাই দেবনাথ, বিকাশ দাস, রমলা মুখার্জী,মলয় হালদার, বিমল বসু,তাপস বন্দ্যোপাধ্যায়, অলক দত্ত, ভগ বাহাদুর সিং, কিশোর ব্যানার্জী, বিশ্বনাথ মন্ডল,আর্য্য বন্দ্যোপাধ্যায়, রনজিৎ দাস, শিবনাথ মন্ডল, মীনা রায় বন্দ্যোপাধ্যায়, অচিন্ত্য ঘাঁটী প্রমুখ আরো অনেকে কবি প্রণাম ও কবি সন্মেলনে অংশগ্রহণ করেন। উপস্থিত কবিগণ কে স্মারক, শংসাপত্র, উত্তরীয় এবং সংস্থার প্রকাশিত পত্রিকা আয়না প্রভৃতি প্রদান করে সন্মাননা জ্ঞাপন করা হয়।