|
---|
সংবাদদাতা, আজিজুর রহমান : বর্ধমান সদর-১ উত্তর ব্লক কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েতি রাজ সম্মেলন অনুষ্ঠিত হলো। নবাবহাট বাসস্ট্যান্ডে ভারতের জাতীয় কংগ্রেসের ওই সম্মেলন করা হয়। মঞ্চ থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়। দলীয় কর্মীরা কিভাবে বুথ স্তরে নির্বাচনী কাজ করবেন তার বার্তা দেওয়া হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি প্রবীর গাঙ্গুলী, বর্ধমান জেলার পঞ্চায়েত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান জগদীশ দত্ত, বর্ধমান-১ ব্লক কংগ্রেসের সভাপতি হিলালউদ্দিন আহমেদ সহ বিভিন্ন ব্লকের কর্মীরা।