জাতীয় সড়কে পেছন থেকে লরির ধাক্কায় মুহূর্তেই প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রাজু আনসারী, অরঙ্গাবাদ : মেয়ে অসুস্থ থাকাই বাড়ির পাশের একটি টোটো রিজার্ভ করে রঘুনাথগঞ্জের সাইদাপুরে যাচ্ছিলেন মুর্শিদাবাদের সুতির মহেসাইল পঞ্চায়েতের আলয়ানি গ্রামের দম্পত্তি। কিন্তু রঘুনাথগঞ্জের উমরপুর পৌছানোর আগেই ১২ নম্বর জাতীয় সড়কে পেছন থেকে লরির ধাক্কায় মুহূর্তেই প্রাণ গেল স্বামী-স্ত্রীর। কিছুক্ষণ বেঁচে থাকলেও প্রাণ হারাতে হয়েছে টোটো চালককেও। শুক্রবার সকালের ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম চন্ডি সরকার(৭৫), পুষ্প সরকার (৭১) এবং নীলচাঁদ হালদার (৪২)। তিনজনেরই বাড়ি সুতি থানার মহেশাইল পঞ্চায়েতের আলয়ানি গ্রামে। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে নীলচাঁদ হালদারের টোটো ভাড়া করে রঘুনাথগঞ্জের সাইদাপুর গ্রামে মেয়ের বাড়ি যাচ্ছিলেন তারা। মেয়ের অসুস্থতার খবর এই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী যাচ্ছিলেন মেয়ে দেখতে। কিন্তু যেন নিয়তির পরিহাস। মুহূর্তেই ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রীর। গুরুতর জখম অবস্থায় টোটো চালককে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের রেফার করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় দুপুরেই মৃত্যু হয় ওই টোটো চালকেরও। ফলে রঘুনাথগঞ্জের মঙ্গলজোনে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্ত করা হয়েছে। অসুস্থ মেয়েকে দেখতে যাবার পথে সকাল সকাল এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘিরে কার্যত শোকের ছায়া নেমে আসে সুতির মহেসাইল পঞ্চায়েতের আলয়ানি গ্রামে।