|
---|
মতিয়ার রহমান : আজ বীরভূম জেলার মুরারই বিধানসভার কলহপুর এইচ এম কে এইচ হাই মাদ্রাসা ( উচ্চ মাধ্যমিক)য় সাড়ম্বরে পালিত হলো” ভারতরত্ন” মৌলানা আবুল কালাম আজাদের ১৩৭ তম জন্মবার্ষিকী। মৌলানা আজাদের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানীয় প্রধান শিক্ষক গোলাম সরওয়ার সহ সহ– শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দ। আবুল কালাম মহিউদ্দিন আহমেদ ১৮৮৮ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল আজাদ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আজাদ ইসলামী ধর্মশাস্ত্রে পন্ডিত হলেও হিন্দু মুসলমান সম্প্রীতির আবাবিল ছিলেন তিনি। খুব তরুণ বয়সেই তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এজন্য কারাবরণও করতে হয় তাঁকে। সুবক্তা সর্বজন শ্রদ্ধেয় এই মহা মনীষীর শুভ জন্মদিনটি আমাদের দেশে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। তিনিই প্রথম বিনামূল্যে প্রাথমিক শিক্ষা চালু করেন। তিনিই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্থপতি।
মৌলানা আজাদের বর্ণময় জীবন নিয়ে আলোচনা করেন প্রধান শিক্ষক গোলাম সরওয়ার ও শিক্ষাকর্মী মতিয়ার রহমান। শ্রী রহমান আক্ষেপ করে বলেন, এই সমস্ত মহান ব্যক্তিত্ব ও মনীষীদের আমরা ভুলতে বসেছি। তাঁদের কর্মময় ও বর্ণময় জীবনবোধ প্রতিনিয়ত আমাদের চর্চার মাধ্যমে আনতে হবে।তবেই সমাজ সুস্থ ও সুন্দর হবে। সুশৃঙ্খল ও সম্প্রীতির দেশ ও জাতি গঠনে সহায়ক হবে।