|
---|
নূর আহমেদ, মেমারি : ১৪ জুলাই,এদিন শনিবার দুপুর দেড়টা নাগাদ জামালপুর-মেমারি গামী বাসের মধ্যে এক মহিলা বাস যাত্রীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মেমারির সমেশপুরের বাসিন্দা রাবিয়া বিবি এদিন জামালপুর-মেমারি গামী বাসে মেমারি আসছিলেন। সেই সময় বাসের মধ্যে তার কাঁধে ঝোলানো ব্যাগের মধ্য থেকে একটি টাকার ব্যাগ ছিনতাই হয়ে যায়, ঘটনাটি বাসের মধ্যে থাকা অন্যান্য যাত্রীদের নজরে পড়তেই রাবিয়া বিবিকে জানান তারা। বাস তখন মেমারির চকদিঘী মোড়ে ঢুকছে। এরই মধ্যে কিন্তু ছিনতাইবাজরা তড়িঘড়ি বাস থেকে নেমে চম্পট দেয়। এরপরই রাবিয়া বিবি মেমারীর চকদিঘী মোড়ে বাস থেকে নেমে মেমারি থানায় লিখিত অভিযোগ জানান আর এরপরেই এই ঘটনার তদন্তে নামে মেমারি থানার পুলিশ। পুলিশের বিশেষ সোর্স মারফত খবর পাওয়া যায় যে, মেমারি নতুন বাসস্ট্যান্ডে দুইজন অজ্ঞাত পরিচয় মহিলা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে আর এর পরই সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে মেমারি নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালায় মেমারি থানার পুলিশ। এবং সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করা দুজন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে কিছু নগদ অর্থ উদ্ধার করে। এই উদ্ধারকৃত নগদ অর্থের উৎস্য সম্পর্কে কোন সদুত্তর দিতে পারেননি দুজন অজ্ঞাত পরিচয় মহিলা। এবং এরপরই ওই দুজন অজ্ঞাত পরিচয় মহিলাকে গ্রেফতার করে মেমারি থানায় নিয়ে আসে মেমারি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ধৃত দুই মহিলার নাম জয়ন্তী বেদ, বয়স ২৫ বছর এবং অপর আর এক ধৃত মহিলার নাম বর্ষা বেদ, বয়স ২১ বছর,ধৃত দুজন মহিলার বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরের গরু হাট এলাকায়। রবিবার সকালে ধৃত দুই মহিলাকে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারী থানার পুলিশ।