|
---|
আজিম শেখ,বীরভূম : বীরভূম এর ডেটিয়া গ্রামে গ্রীন আর্মি নামে একটি সমাজ সেবী সংস্থা ভারতের মিসাইল ম্যান এর জন্ম জয়ন্তী উদযাপন করল। এমন কি পাশাপাশি কালাম স্যারের শিশু প্রেমের নিদর্শন রাখতে ছোট দের নিয়ে একটি বসেআঁকো প্রতিযোগিতা করেন ।
মোট 40 টি ছাত্র ছাত্রী দের নিয়ে আজকের এই অনুষ্ঠান সমম্পূর্ণ হলো ।
প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী দের পাশাপাশি সমস্ত প্রতিযোগীদের উৎসাহ প্রদানের জন্য একটি করে ড্রইং খাতা ও একটি করে রুল পেন্সিল তুলেদেন সংস্থার সম্পাদক দেবকুমার মাল । উনি বলেন আগামীদিন আমরা বাচ্ছাদের নিয়ে আরো অনেক প্রগগ্রাম করবো যাতে করে গ্রামের বাচ্ছারা সামনের সারিতে স্থান করতে পারে ।
সংস্থার সভাপতি রমজান আলী বলেন আগামী দিন আমাদের গ্রামকে আমরা বীরভূম এর মডেল গ্রাম হিসাবে গড়ে তুলবো শিক্ষা , স্বাস্থ ,সংস্কৃতিতে ।
এই আসা আমরা রাখতেই পারি গ্রামবাসীর কাছথেকে তাই
এদের এই উদ্যোগে গ্রামবাসীও ভীষণ খুশি ।