দুষ্কৃতীদের গুলিতে খুন জেডিইউ নেতা দীপক কুমার মেহতা

নতুন গতি নিউজ ডেস্ক: সোমবার রাতে পাটনার নাসরিগঞ্জে, নিজের বাড়ির সামনে, দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন জেডিইউ নেতা দীপক কুমার মেহতা।

    ঘটনার পরে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে স্থানীয় জনতা। ঘণ্টা খানেক ধরে চলে অবরোধ। পরে পুলিশ অবরোধ তুলে দেয়। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে নেতার উপর হামলা চালিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরে ঘটনাস্থল থেকে ছ’টি কার্তুজের খোল উদ্ধার করা হয়। দীপককে মারতে সুপারি কিলারকে বরাত দেওয়া হয়েছিল।

    জেডিইউ নেতার এক আত্মীয়র দাবি দীপক এলাকার জনপ্রিয় নেতা। সামনেই লোকাল বোর্ড নির্বাচন। রাজনৈতিক কারণে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে।