|
---|
আয়ুব আলি, উওর২৪পরগনা : তথ্য ও সংস্কৃতি দপ্তরের এবং বসিরহাট মহকুমা প্রশাসন ও বসিরহাট পৌরসভা র সহযোগিতায় ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩, তিনদিনের জেলা লোক সংস্কৃতি,আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন হল আজ বিকাল ৪টায় উওর২৪পরগনা র বসিরহাট প্রান্তিক খেলার মাঠে। উদ্বোধন করেন জেলা পরিষদ সভাধিপতি বীনারানি মন্ডল। ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও প্রশাসনিক ব্যক্তিত্ব ছিলেন জনপ্রতিনিধিগন।