জেলা পুলিশের উদ্যেগে ” সম্প্রীতি কাপ”ফুটবল প্রতিযোগিতা শুরু হলো ভগবানগোলার ফরিদপুরে।

নিজস্ব সংবাদদাতা : আজ ২৫শে সেপ্টেম্বর রবিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার উদ্যোগে, ফরিদপুর ফুটবল ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুই দিন ব্যাপী আট দলীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। আজ চারটে টিমের খেলা হয়, আগামীকাল চারটে টিমের খেলা হবে। সাদা পায়রা উড়িয়ে, বেলুন উড়িয়ে,বল গোলে কিক করে খেলার উদ্বোধন করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। উপস্থিত ছিলেন এস ডি ও শ্রী সুদীপ ঘোষ এস ডি পি ও শ্রী বিক্রম কুমার,সি আই শ্রী রজত দাস,,আই সি শ্রী সৌমজিৎ মল্লিক,বিডিও মহ ওয়ারশীদ খান, সমাজসেবক আব্দুর রৌফ,বুলওয়ারা বিবি, আবু বকর, প্রধান রিনা বিবি, লুৎফর বিবি, আলাউদ্দিন, সামসুল আলম, পন্চায়েত সমিতির সদস্য সেখ গোলাপ,মাশাদুল খান, মিল্টন প্রমুখ।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, আমাদের জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তিনি বাঙলার সম্প্রীতিকে বিভিন্নভাবে রক্ষা করার চেষ্টা করেন।কখনো খেলার মাধ্যমে, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিকে দৃঢ় করেন। অপরদিকে বিজেপি বা তার অশুভ শক্তি সমর্থিত দলগুলো সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। এইরুপ সম্প্রীতি খেলা অনুষ্ঠিত হওয়ার তাৎপর্য আছে বলে আমি মনে করি। তাই এধরনের সম্প্রীতির প্রতিযোগিতা প্রতিটি অঞ্চলে,প্রতিটি ব্লকে, প্রতিটি জেলায় প্রয়োজন । উল্লেখ থাকে প্রথম খেলাটি বালিগ্রাম অঞ্চল বনাম সরলপুর অঞ্চল এর মাধ্যে অনুষ্ঠিত হয়।