|
---|
শেখ আব্দুল আজীম : আজ চন্ডীতলায় জেলা পরিষদের বাংলোয় হুগলি জেলা পরিষদের অর্থানুকূল্যে নব নির্মিত দ্বিতল ভবন (চিত্রলেখা ও কলাবতি),কমিউনিটি হল(সম্প্রতি), মুক্তমঞ্চ,মর্ডান টয়লেট ও নিকাশী ব্যবস্থা সহ একগুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন হল। উদ্বোধন করলেন রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না। উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, শ্রীরামপুরের কাউন্সিলর সন্তোষ যাদব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম।