|
---|
সেখ সামসুদ্দিন : ৮ জানুয়ারি, শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী মেমারি পৌরসভা ও মেমারি ১ ব্লকের মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। বেশকিছু দিন পিছিয়ে গেলে দেখা যাচ্ছে দুই থেকে এক জন করোনায় আক্রান্ত ছিল মেমারি এলাকায়। ইদানিং হঠাৎ করোনা পজিটিভ সংখ্যা বেড়ে চলায় চিন্তিত ব্লক প্রশাসন থেকে সকল আধিকারিকবৃন্দ।
একদিকে যেমন ডাক্তাররাও করোনায় আক্রান্ত হচ্ছে, অপরদিকে পুলিশেরও আক্রান্তের খবর শোনা যাচ্ছে।
তাই সচেতনতার কর্মসূচি আগে থেকেই গ্রহণ করা হয় মেমারি থানার পক্ষ থেকে। আজ ৮ জানুয়ারি মেমারি থানা চত্বর স্যানিটাইজেশন করা হয়। আগামীতে এলাকার বিভিন্ন জনবহুল জায়গাতেও এমন স্যানিটাইজেশন করা হবে বলে জানা যায়।