জেলা সভাপতি তথা বিধায়ক জনসংযোগে ঘুরলেন বাড়ি বাড়ি

সেখ সামসুদ্দিন, ২৬ মার্চ : রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ২ ব্লকের অন্তর্গত বোহার ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচি পালন করা হয়। সোতলা গ্রামের কালীমন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচির সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। এরপর সোতলা, হরিণডাঙ্গা, মহিষডাঙ্গা, বিটরা সহ বিভিন্ন গ্রামে এলাকার মানুষের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং জনসংযোগ করেন নেতৃত্ব। দুপুরে শীতলা মন্দিরের পার্শ্ববর্তী ময়দানে মধ্যাহ্ন ভোজন সেরে হাইস্কুলে একটি কর্মীসভা করেন নেতৃত্ববৃন্দ। পাশাপাশি বৈকালে একটি পথসভা করা হয় শাহজাদপুর বাজার সংলগ্ন এলাকায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মেমারি ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, সহ-সভাপতি অমর সাহা, অঞ্চল সভাপতি শীতল রায়, ব্লক কমিটির সদস্য শেখ জিন্নাত আলী, সঞ্জয় মন্ডল সহ অন্যান্যরা ।