|
---|
আয়ুব আলি : উওর ২৪পরগনা জেলা ভিত্তিক’ লোকশিলপীদের কর্মশালা’ অনুষ্ঠিত হল ১৫ই সেপ্টেম্বর ২০২২। আয়োজনে-লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র,জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ,উত্তর ২৪ পরগনার সহযোগিতায়, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,জেলা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন আধিকারিক তমোঘ্ন কর,জেলা প্লানিং অফিসার সারদদ্যূতি চৌধুরী, ছিলেন জেলা জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল জেলার সমস্ত ব্লকের লোকশিল্পী ও বাউলশিল্পী রা সরকারি প্রকল্পগুলির বিষয়ে গান পরিবেশন করেন ,বারাসাত রবীন্দ্রভবন র আসন পরিপূর্ণ হয়ে উঠেছিল।