|
---|
সেখ সামসুদ্দিন : শীতের বাজারে বর্ধমান শহরের প্রাণ কেন্দ্রে কোর্ট কম্পাউন্ড চত্বরে জেলার নানা প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতের কাজ ক্রেতাদের কাছে সরাসরি বিক্রীর ব্যবস্থা করতে আয়োজিত হয়েছে জেলা সবলা মেলা। হাতের কাজ মানে শুধু ঘর সাজাবার জিনিষ কিংবা শাড়ি বা টেডি বিয়ার নয়, নানা রকম লোভনীয় পদও রয়েছে স্টল গুলিতে ! চিকেন স্টিক , বাঁধাকপির পকোড়া থেকে পিঠে বা পাটিসাপ্টাও বাদ যাচ্ছে না !! মঞ্চের অনুষ্ঠান দেখতে দেখতে এইসবের স্বাদ নিচ্ছেন ক্রেতারা ; জেলার নানা প্রান্তের নানারকমের হাতের কাজ একছাদের নিচে পেয়ে স্বভাবতই খুশি ক্রেতা সাধারণ। এমনই দুই একজন ক্রেতা শুভদীভ মন্ডল, অত্রি চ্যাটার্জীরা জানালেন দামের স্বাদে গুণগত মান সবই খুব ভালো। বেশ কিছু জিনিষ কিনলাম ও সামনা সামনি ঝুড়ি বোনা দেখতে পেয়ে দারুণ লাগল।