|
---|
আব্দুল আজিম : ২৫ আগস্ট,রবিবার, কুমেদান বাগান লেন আব্দুলপাত্তা অডিটোরিয়ামে হয়ে গেলো, মুসলিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিটস। মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে তার কারণ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব পোর্টালগুলো নিউজ গুলো ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি ইলেকট্রল মিডিয়ার থেকে অনেকটা অথেন্টিক তাই তাদের সম্মানিত করার জন্য এই প্রোগ্রাম, এবং থট শেয়ারের এবং বিভিন্ন কনটেন্ট ক্রিকেটারদের সঙ্গে আলাপ চারিতা একে অপরের সঙ্গে ভাব বিনিময়। আমাদের আপিল ছিলো ওনারা যে কাজ করছেন আমাদের সমাজের চিত্র তুলে ধরছেন ভালো মন্দ সব দিকটা তুলে ধরুক তার সাথে সাথে সমাজ যাতে সমৃদ্ধ হয়তে পারে সেই রকম কনটেন্ট তৈরি করুক।
মুসলিম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিটস আয়োজনে সলিডারিটি ইয়ুথ মুভমেন্ট ওয়েস্ট বেঙ্গল, উপস্থিত ছিলেন জেলার সোশ্যাল ইনফ্লুয়েন্সার হুগলী,হাওড়া, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগনা, মালদা, মুর্শিদাবাদ, উপস্থিত ছিলেন প্রবীণ ব্লগার সেখ আব্দুল আজিম কলকাতা এখন সবার খবরের সিইও এছাড়া স্বাধীন সংবাদ প্রতিনিধি উনাকে মোমেন্টে তুলে সংবর্ধিত করলেন জামাআতে ইসলামী হিন্দের সাধারণ সম্পাদক প্রফেসর মশিউর রহমান সাহেব। সেখ হাসিবুর রহমান ডি এন এন বাংলার পক্ষ থেকে ,হাওড়া টুডের সেখ আমজেদ আলী পক্ষ থেকে, সেখ সালমান এস এস টিভির পক্ষ থেকে আরো ওনাকে। প্রধান গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি প্রশান্ত টন্ডন ব্রডকাস্ট জার্নালিস্ট এন্ড মিডিয়া এক্সপার্ট,ডঃ মোহাম্মদ রিয়াজ আলিয়া ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ডিপার্টমেন্ট অফ জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর,উপস্থিত ছিলেন ডক্টর মশিউর রহমান জামাতে ইসলামী হিন্দ রাজ্য সভাপতি,সলিডারিটি ইয়ুথ মুভমেন্টএর রাজ্য সভাপতি ব্রাদার ওসমান গনি আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদ সেখ আরিফুল রহমান উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলা সভাপতি সেখ মোকাদ্দেরুল হক ও আরো অন্যান্য জেলার জেলা সভাপতি ও সেক্রেটারি।