|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ১৯ সেপ্টেম্বর এই ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও পুলিশ সুপার আমান দ্বীপ কে পুষ্পষ্ট লোক দিয়ে সম্মাননা জানানো হয়। উল্লেখ্য, এই জেলার প্রাক্তন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলার জায়গায় স্থলাভিষিক্ত হলেন পূর্ণেন্দু মাঝি। প্রাক্তন পুলিশ সুপার কামনাশিস সেনের জায়গায় এসেছেন আমান দ্বীপ। পূর্ব বর্ধমান জেলার নবগঠিত ডিজিটাল মিডিয়া এই শুভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা করায় পূর্ব বর্ধমান জেলার দুই শীর্ষস্থানীয় আধিকারিক সন্তোষ প্রকাশ করেছেন। এই উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানান। দুজনেই পূর্ব বর্ধমান জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন। পুলিশ সুপার আমান দ্বীপ বলেন, জেলাকে পরিচালনার ক্ষেত্রে শুধু পুলিশ প্রশাসনের সঙ্গে সাংবাদিকদেরও ওতপ্রতভাবে কাজ করা উচিত। এক্ষেত্রে তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি বলেন, তিনি যেখানেই গেছেন সেখানেই সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা তাঁর অভ্যাস। এই পূর্ব বর্ধমান জেলাতেও তিনি একইভাবে কাজ করতে চান। জেলাশাসক আর ও বলেন, আগামী দিনে সাংবাদিকদের নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে ক্রিকেট ও ফুটবল প্রদর্শনী প্রীতি ম্যাচ করাবেন। এদিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে উপদেষ্টা কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য, সভাপতি আমজাদ আলী, সম্পাদক পিন্টু প্যাটেল, পাপাই সরকার, কার্যকরী কমিটির সদস্য শেখ পিন্টু, মনি মোহন গোস্বামী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।