ছোটো ব্যবসায়ীদের কাছে এক দৃষ্টান্ত ঝাজাঙ্গীর সুমন

ময়নাগুড়ি , ৬ জানুয়ারি : ‘বিন্দু থেকে সিন্ধু’ অথবা ‘জিরো থেকে হিরো’ কথাগুলি আমরা অনেক সময় শুনে থাকি বা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করেও থাকি । সেই কথাগুলি ময়নাগুড়ি ব্লকের ঝাজাঙ্গীর সুমনের ক্ষেত্রেও প্রযোজ্য । একটা সময় ব্যবসা করার জন্য প্রয়োজনীয় পুঁজি ও সাইকেল পর্যন্ত ছিল না সুমনের । খুব কষ্টে সামান্য পুঁজি ও একটি ভাঙা সাইকেল নিয়ে ব্যবসা শুরু করেছিলেন সুমন । কঠোর পরিশ্রম , সততা , নিষ্ঠা ও ধৈর্যের সঙ্গে কাজ করে আজকে তিনি এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী । যা এলাকার ছোট ব্যবসায়ীদের কাছে এক দৃষ্টান্ত । আসল নাম সুশান্ত সরকার হলেও এলাকায় সুমন নামেই সবাই চিনে তাকে ।

    ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতের ঝাজাঙ্গী বাসস্ট্যান্ডের পাশে তার বাড়ি । দুস্থ পরিবারের সুমন বড়ো চাকরির ভরসা না করে অনেক আগেই নিজস্ব ছোটো ব্যবসা শুরু করেন । ব্যবসা বলতে তিনি মনোহারি জিনিসপত্রের পাইকারি ব্যবসা শুরু করেন । তবে তিনি স্থায়ী ঠিকানায় বসে নয় , দোকানে দোকানে গিয়ে পাইকারি দরে জিনিসপত্র দিয়ে আসেন । তার এই ব্যবসার শুরু ২০০৬ সালে । তখন তিনি সবে কিশোর বয়সী ছিলেন । সামান্য পুঁজি ও একটি ভাঙা সাইকেল নিয়ে ব্যবসা শুরু করেন তিনি । তখন তাদের না ছিল ভালো শোয়ার ঘর , না সুমনের পরিবারের সকলের পেটে জুটত দুবেলা পেটপুরে অন্ন । সেই পরিস্থিতিতেও সুমন কঠোর পরিশ্রম করে ধৈর্যের সঙ্গে তার ছোটো ব্যবসা চালিয়ে যান অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর লক্ষ্য নিয়ে । ধীরে ধীরে তার ব্যবসার উন্নতি ঘটতে থাকে । দীর্ঘ ১৬ বছরের ব্যবসায়ী জীবনে সুমন এখন এলাকায় এক অতিপরিচিত মুখ । তার ব্যবসা এখন লক্ষাধিক টাকার ব্যবসায় পৌঁছে গেছে । আগে ভাঙা সাইকেলে ব্যবসা করলেও সুমন এখন নিজস্ব টোটোতে শহর থেকে গ্রামে গ্রামে ঘুরে ব্যবসা করছেন । এখন সুমনের প্রতিষ্ঠিত ব্যবসার পাশাপাশি বাড়ি , গাড়ি সবই হয়েছে ।