ঝাড়খণ্ড নির্বাচনের আজ ফলপ্রকাশ, চলছে গণনা

নতুন গতি, ২৩ ডিসেম্বরঃ চলছে ঝাড়খণ্ডে নির্বাচনের ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তায় চলছে ভোট গণনা। আপাতত জানা যাচ্ছে, পোস্টাল ব্যালটের ভোট গণনা চলছে।ঝাড়খণ্ডের মসনদ কাদের দখলে যাবে, আজ তার ফয়সালা হয়ে যাবে। ফের পাঁচ বছরের জন্য ক্ষমতায় ফিরবে বিজেপি নাকি রাজ্যপাট হাতছাড়া হবে পদ্ম শিবিরের, তা স্পষ্ট হবে। তবে পাঁচ দফার শেষে বুথ ফেরত সমীক্ষায় যে ইঙ্গিত মিলেছে, তা শেষ পর্যন্ত সত্যি হলে বলা যেতেই পারে মহারাষ্ট্রের পরে আরও একটি রাজ্যের ক্ষমতা হাতছাড়া হচ্ছে বিজেপির। জোট সঙ্গী আজসুকে হাতছাড়া করার মাসুল গুনতে হচ্ছে পদ্ম শিবিরের নেতাদের। পাশাপাশি দলের অন্দরেও অতি পরাক্রমশালী বিজেপি সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভোট পরিচালন নীতি নিয়ে প্রশ্ন উঠবেই।

    পাঁচ বছর আগে ঝাড়খণ্ডের গরিব দলিত-আদিবাসী মানুষদের যে ‘রোটি-কাপড়া-মকানের’ স্বপ্ন দেখিয়েছিলেন বিজেপি নেতারা, তা যে পূরণ হয়নি, সে কথা জানিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন সাধারণ খেটে খাওয়া মানুষগুলি। ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণ বাঙালি ভোটার রয়েছেন। জামশেদপুর, রাঁচি, ঘাটশিলা, পাকুড় সহ বেশ কয়েকটি বিধানসভা আসনে বাঙালি ভোটাররাই নির্ণায়কের ভূমিকা পালন করেন। গত নির্বাচনে পদ্ম ফুলে ছাপ দেওয়া বাঙালিরা এবার প্রচার পর্বে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। গতবারের জোট সঙ্গী আজসু, লোক জনশক্তি পার্টিও আলাদা লড়াই করেছে।