মনোজ্ঞ ঝারনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াচকের দুই নং ব্লকের উত্তর লক্ষ্মীপুরে

সংবাদদাতা: মোথাবাড়ি :১৫ অক্টোবর, রবিবার সারারাত্রিব্যাপী এক মনোজ্ঞ ঝারনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কালিয়াচক দুই নং ব্লকের উত্তর লক্ষ্মীপুর গ্রামপঞ্চায়েতের চামাটোলা গ্রামে। গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে গ্রামবাসীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন এলাকার ১৩ টি ঝারনি দলকে আমন্ত্রন জানানো হয়। বিচারকের ভূমিকায় ছিলেন মো: সদাগর আলি ও নৌসাদ সেখ।উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য সেতাবুদ্দিন আহমেদ , উদ্যোগতা তথা ঝারনি কমিটির সভাপতি আবদুল ওয়াহাব আজাদ, সাদ্দাম হোসেন , ব্লকের যুবনেতা জাকির হোসেন , গ্রামের মড়ল তাফাজ্জুল হোসেন, সর্দার মিন্টু সেখ সহ অনেকে উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়ন দলের শিরোপা অর্জনকারী পঞ্চানন্দপুর কিসমত টোলাকে একটি বড় স্ট্যান্ড ফ্যান ,
ও রানার্সআপ বানুটোলা গ্রামকে মিডিয়াম স্ট্যান্ড ফ্যান তুলে দেন উদ্যোগতারা।এছাড়া তৃতীয় স্হান অধিকারী রহিমপুরকে ৫লিটার ওজনের গ্যাস সিলিন্ডার দেওয়া হয়।উপস্থিত সব ঝারনি দলকে সান্ত্বনা পুরস্কারে ভূষিত করেন উদ্যোগতারা।
রাতভর বিভিন্ন গ্রামের প্রচুর মানুষ এই আসরে উপস্থিত ছিলেন ও ঝারনি অনুষ্ঠান প্রত্যক্ষ্ করেন। অনুষ্ঠান ঘিরে গ্রামবাসীদের মধ্যে শৃঙ্খলাও উৎসাহ ছিল ব্যাপক। এক গ্রামবাসীও ব্যাবস্থাপক মহিজুদ্দিন আহমেদ জানান, গ্রামেগঞ্জে এইরকমের অনুষ্ঠান উদ্যোগের অভাবে ক্রমশ কমে যাচ্ছে। সেদিক দিয়ে এলাকার যুবকরা আয়োজন করে এই ঝারনিকে বাচিয়ে রাখাও এলাকার মানুষের মধ্যে চর্চা করাই আমাদের লক্ষ্য। অনুষ্ঠান শেষ হতে ভোর হয়ে যায়।