| |
|---|
হাওড়া: ফের বাংলা (হাওড়ার বাঁকড়া) থেকে গ্রেফতার জেএমবি লিংকম্যান। নাম মহম্মদ আমিরুদ্দিন।
জানা যায় ধৃত পেশায় শিক্ষক। আদতে পুরুলিয়ার পাড়া এলাকার বাসিন্দা, তবে বাঁকড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো।
রাজ্য পুলিশের এসটিএফ তাকে গ্রেপ্তার করে এবং বুধবার হাওড়া জেলা আদালতে তোলা হবে।
জানা গেছে উত্তর পূর্ব ভারতে নাশকতার ছক কষেছিল সে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর কাগজ।


