|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম:- বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে তথা কর্মসংস্থানের সুযোগ দিতে বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হয়ে গেলে “এ্যাপ্রেনটিসশিপ মেলা – ২০২২” । জেলা সদর সিউড়িতে অবস্থিত সরকারি আইটিআই কলেজের ব্যবস্থাপনায় এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রশিক্ষণ ও দক্ষতা বিভাগের আয়োজনে
এই কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়।এদিন কর্মসংস্থান মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন পশ্চিম বঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। সূত্র মারফত জানা যায় মোট ৪২ টি সংস্থা এই মেলায় অংশ নেন।৪২১৪ জন কর্মপ্রার্থী কর্মসংস্থান মেলায় এসে এবং অনলাইনে চাকরির জন্য রেজিস্ট্রেশন করে।
এদিন অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি সরকারি আইটিআই কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ ঘোষ সহ নিয়োগকর্তা শিল্পপতিরা। এদিন আইটিআই,ডিপ্লোমা, বিটেক ডিগ্রিধারী এমন সব প্রশিক্ষণপ্রাপ্ত চাকুরি প্রার্থীরা কর্মসংস্থানের লক্ষ্যে আবেদনপত্র জমা দেয়। সরকারি উদ্যোগে এই “কর্মসংস্থান মেলা’য়” বহু ছেলেমেয়ে কাজ পাবে, এবং তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে বলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন।