যোগী আদিত্যনাথের পদত্যাগ চেয়ে পথে নামছে এ. পি.ডি.আর।

লুতুব আলি, ১৬ এপ্রিল : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর পদত্যাগ চেয়ে পথে নামছে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি .. এ পি ডি আর। অভিযোগ : উত্তরপ্রদেশে বন্দি অবস্থায় পয়েন্ট রাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে আতিক ও তার ভাইকে। কয়েকদিন আগেই আতিকের ছেলে ও বন্ধুকে ও ভুয়ো সংঘর্ষের নামাবলী দিয়ে দুষ্কৃতী হিসেবে দেখিয়ে পুলিশ দিয়ে হত্যা করা হয়। যোগী আদিত্য নাথের পুলিশ বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের উপর এই বর্বরচিত হত্যা লীলা ঘটানোয় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর উদ্বেগ প্রকাশ করে। এ ব্যাপারে অবিলম্বে যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি জানিয়েছে এই সংগঠনটি। আর ও অভিযোগ, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর বেশ কয়েক হাজার ভুয়ো সংঘর্ষ ঘটানো হয়েছে। এ পি ডি আর এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন : যোগী আদিত্যনাথ এর সরকার দুষ্কৃতী দমনের নামে যে নারকীয় হত্যালীলা চালাচ্ছে তা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। যত বড় দুষ্কৃতী ই হোক না কেনো বিনা বিচারে কাউ কে সাজা দেওয়ার অধিকার কারো ও নেই। উত্তর প্রদেশ সরকার আইন হাতে তুলে নিয়ে যে নির্মম হত্যালীলা চালাচ্ছে তার তীব্র নিন্দা করে এ পি ডি আর যোগী আদিত্যনাথ এর অবিলম্বে পদত্যাগ এর দাবি জানায়।