|
---|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : ৩ অক্টবর, শনিবার, উত্তর প্রদেশের দলিত পরিবারের মেয়ে মনিষা বাল্মিকী কে ধর্ষণ ও পুরিয়ে মারার প্রতিবাদে পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা। এদিনের প্রতিবাদ মিছিল টি পাত্রসায়ের কালিঞ্জর তলা থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে দলিত কন্যা মনীষা বাল্মিকী ও সদ্য প্রয়াত বিধায়ক গুরুপদ মেটের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, উত্তর প্রদেশের যোগীর রাজ্যে এক দলিত পরিবারের মেয়ে মণীষা বাল্মিকী কে দুষ্কৃতকারীরা ধর্ষণ করে হাত পা ভেঙে দেয় এমনকি ধর্ষিতার জীভ কেটে নেয় ধর্ষনকারীরা ।এখানেই শেষ নয় যোগী সরকারের পুলিশ প্রমান লোপাটের জন্য দলিত মেয়েটি কে পুড়িয়ে দেয়। এমন অমানবিক কাজ মানুষ করতে পারে বিশ্বাস করতে পারছিনা। এর পরেও বিজেপির সরকারে থাকার কোন অধিকার আছে বলে আমার মনে হয় না।এদিনের মিছিলে পা মেলান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি, যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের কার্যকরি সভাপতি সেখ আজফার হোসেন, জেলা সম্পাদক মনিরুল হক,সেখ হোসেন সহ ব্লকের প্রতিটি অঞ্চল নেতৃত্ব।
[10/3, 10:15 PM] S Azfar Hossaion, bankura: যোগীর উত্তর প্রদেশে দলিত পরিবারের মেয়ে মণীষা বাল্মিকী কে ধর্ষণ করে পুরিয়ে মারার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল পাত্রসায়েরে
–