জয় হোক মানবতার

ওসমান আলী,নতুন গতি,পলাশী:-আজ বিশ্ব-দরবারে মানবতার অবদান বিলুপ্তপ্রায়,, মানবতার রক্ষার দায়িত্ব নিয়ে আমাদের কর্মীগণ আন্দোলনকারী হয়ে, আজ তারা আন্দোলনে যুক্ত রক্তদাতার রুপ নিয়ে ।

    রক্তদান প্রাণ দান তাই মানবতার অন্যতম এই রক্তদানে সকল মানবসমাজ কে যুক্ত হওয়ার আহ্বান জানাই।

    একদিকে ভারতবর্ষের রাজধানীর বুকে মর্মান্তিক ঘটনায় শত শত লোকের মূল্যবান রক্ত ঝরে প্রাণহানি হচ্ছে। অপরদিকে আমাদের কর্মীগণ জাতি-ধর্ম, সর্বস্ব ভুলে গিয়ে মানবতা রক্ষার শপথ গ্রহণে এগিয়ে আজ (২৯ /০২/২০২০) বহরমপুর থানার অন্তর্গত কারিমা বিবি যখন গলব্লাডার স্টোন এবং রক্তসল্পতায় ভুক্তভোগী হয়ে বহরমপুর জেলা হসপিটালে ভর্তি হলে ডাক্তারের পরামর্শ দেন রক্ত যোগানের। কারিমা বিবির স্বজনেরা ব্যস্ততার মধ্যে খুঁজে পান আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিসের ছায়া-ছত্ররে অপেক্ষা কৃত সক্রিয় কর্মী দের, অবশেষে আমাদের গ্রুপের তরুণ যুবক সনু তার পরম কাছের বন্ধু বছর একুশের সুজন মন্ডল কে নিয়ে যান কারিমা বিবি প্রয়োজনীয় রক্ত দিতে।
    সুজন বন্ধু নিঃস্বার্থভাবে রক্ত দেওয়ার জন্য ছুটে যান দীর্ঘ পথ অতিক্রম করে বহরমপুর জেলা হসপিটালে। কি করবে প্রাণ রক্ষার ব্যাপার মানবতা রক্ষার ব্যাপার মাথায় রেখে শেষমেষ রক্ত দিয়ে সুজন মন্ডল কারিমা বিবির সুস্থতা প্রার্থনা করলেন।

    শত বাধাই আসুক না একসাথে,
    ৷ দিক থেকে দিগন্তর রক্তের প্রয়োজনে হাত মিলাও হাতে হাতে
    রোগীর এবং আমাদের একুশের বীর রক্তদাতা সুজন মন্ডল এর সুস্থতা প্রার্থনা করি

    ইমারজেন্সি ব্লাড সার্ভিসের পক্ষ থেকে সকল কর্মীদের এবং রক্তদাতাদের অসংখ্য ধন্যবাদ

    মানবতার রক্ষার্থে এমার্জেন্সি ব্লাড সার্ভিসের সকল কর্মীবৃন্দ

    আপনিও হতে পারেন স্বেচ্ছায় রক্তদাতা।