জৈবিক পদ্ধতিতে পার্থেনিয়াম নিধন বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : জৈবিক পদ্ধতিতে পার্থেনিয়াম নিধন বর্ধমানে। গত এক বছর ধরে পূর্ব বর্ধমানের প্রত্যেকটি বিদ্যালয় সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে অর্থেনিয়াম নিধন কর্মসূচি চালায় বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের বিস্তীর্ণ প্রাঙ্গণ জুড়ে থাকা পার্থেনিয়ামে ফুল আসার আগেই তাদের নিধন করা হয় এবং ৮ ডিসেম্বর ওই সমস্ত এলাকা পরিষ্কার জায়গায় বিদ্যালয়ের শোভা বর্ধনের উদ্দেশ্যে ২০০ টি ফুলের গাছ লাগানো হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছে এই সোসাইটি। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, সম্পূর্ণ দূষণমুক্ত এক সুস্থ প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে এবং ছাত্র-ছাত্রীদের, শিক্ষক -শিক্ষিকাদের বনসৃজন এ উৎসাহিত করে বিদ্যালয়ের পরিবেশকে সবুজয়েন করে তুলতেই আমাদের এই উদ্যোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সোসাইটির এই কর্মসূচিতে ভীষণ খুশি এবং তিনি সর্বত্রভাবে এই কাজে সহযোগিতা করেন। সংস্থার তরফে উপস্থিত ছিলেন সুদীপ মন্ডল, অন্তরা দাস, দ্যুতি কোনার, প্রীতম ঘোষ সহ অন্যান্যরা। সোসাইটির মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, এই সোসাইটি বিষাক্ত বিষাক্ত প্রার্থেনিয়াম কে নির্মূল করতে আন্তরিকভাবে যে প্রয়াস গ্রহণ করে চলেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পার্থেনিয়াম গাছকে নির্মূল করতে সমাজের সকল স্তরের মানুষদের এগিয়ে আসা দরকার।