মালদায় জয়েন্ট এর কোচিং সেন্টার এবং মাধ্যমিক প্রস্তুতি কর্মশালা সেমিনার ।

নাজমুস সাহাদাত, মোথাবাড়ি : মালদা জেলার গরীব দুঃস্থ, ও প্রকৃত মেধাবী ছাত্র ছাত্রীরা প্রকৃত দিশার অভাবে বড় কিছু হতে পারে না। স্বপ্ন মাঝমাঠে ধাক্কা খেয়ে অনেক ছাত্র ছাত্রীরা দিশাহীন হয়ে পড়ে। ছাত্র ছাত্রীদের আইপিএস ও আইএএস, অন্যান্য চাকুরিতে কীভাবে সুযোগ ঘটবে তার দিশা দেখালেন অতিথিরা। সঠিক দিশা দেখাতে এগিয়ে এল মালদা। ছাত্র ছাত্রীদের দিশা দেখাতে শনিবার মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ কেরিয়ার কাউন্সিলিং সেমিনার ও মাধ্যমিক প্রস্তুতির কর্মশালা।

    এই কর্মশালায় জেলার বিশিষ্ট অতিথি দের পাশাপাশি কোলকাতা থেকে আগত প্রখ্যাত অতিথিরা ভাষন দেন। তবে এদিনের অনুষ্ঠানে মালদা জেলায় ডব্লিউবিসিএস ও নিট কোচিং সেন্টার কোলকাতা থেকে আগত প্রখ্যাত একাডেমিক এসোসিয়েশনের পরিচালনায় কেরিয়ার কাউন্সিলিং নজর কাড়ে। সভায় ভাষনে মুখ্যব্যবস্থাপক তারবিয়া কেম্ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর ও শিক্ষাবিদ আজিজুর রহমান বলেন, সবাই বড় হতে চাই। তাই লক্ষ্যে পৌঁছানোর জন্য ও স্বপ্ন পূরণে জীবনে গোল দিতে হবে। তোমাদের স্মার্ট হতে হবে। আর জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য ছাত্র ছাত্রীদের জন্য এই ধরনের উদোগের আয়োজন করা হয়েছে আগামীতে ও আরো বিশালভাবে অনুষ্ঠিত হবে। এই কর্মশালায় তাৎপর্য ভাষন দেন একাডেমিক এসোসিয়েশনের পরিচালক সামিম সরকার, কালিয়াচক কলেজের অধ্যক্ষ নাজিবর রহমান, অধ্যাপিকা বিজয়া মিশ্র , কোলকাতার চেতলা গার্লস স্কুলের শিক্ষিকা ড: স্বাগতা বসাক এই কর্মশালায় উপস্থিত ছিলেন মালদা জেলার বিভিন্ন ছাত্র ছাত্রীরা। একদিনের অনুষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনায় ছিল কালিয়াচকের জালালপুরে অবস্থিত ঐতিহ্যবাহী তারবিয়াহ কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। দুদফায় সারাদিন ধরে চলে এই কর্মশালা।