|
---|
রবিউল ইসলাম,সাগরদিঘি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় সাগরদিঘির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা- এর ঐকান্তিক প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের বালিয়া অঞ্চলের কালিয়াডাঙ্গাতে রবিবার বিশুদ্ধ পানীয় জল ‘জল স্বপ্ন’ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন সাগরদিঘির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা। এদিন উপস্থিত ছিলেন সাগরদিঘির বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহা, সাগরদিঘির বিডিও সুরজিৎ চ্যাটার্জি, সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশুতোষ দাস, সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার, অধ্যাপক সপ্তর্ষি সাহা,বিশিষ্ট সমাজসেবি কিসমত আলি, সমাজসেবি স্বদেশ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা ইতি সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ভারতী হাঁসদা প্রমুখ। এদিন শিলান্যাস করতে এসে মন্ত্রী সুব্রত সাহা বলেন, জল স্বপ্ন প্রকল্প প্রায় দুই হাজার কোটি টাকার প্রজেক্ট।আগামীদিনে জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সাগরদিঘির প্রতিটি বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে।