|
---|
নিজস্ব সংবাদদাতা : ১৫ সেপ্টেম্বর ২০২৪, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জমিয়তে উলামার ২০২৩-২৫ টার্মের জেলা কমিটির নির্বাচন এদিন মেমারি জামিয়া ক্যাম্পাসে সম্পন্ন হলো। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মাদ হাজিবুদ্দীন কাসেমী। নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ক্বারী শামসুদ্দীন আহমাদ। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সর্বভারতীয় স্তরে জমিয়তের যে কর্মযজ্ঞ অব্যাহত রয়েছে তা উপস্থিত শ্রোতা সদস্যদের কাছে তুলে ধরেন।উপস্থিত সদস্যদের মতদানের ভিত্তিতে চলতি টার্মে পূর্ব বর্ধমান জেলা জমিয়তের সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুহাম্মাদ হাজিবুদ্দীন কাসেমী। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ক্বারী মুহিববুল্লাহ ও ক্বারী সালমান। সম্পাদক নির্বাচিত হয়েছেন মাস্টার মুহাঃ জাহাঙ্গির ইসলাম। সহ সম্পাদক নির্বাচিত হয়েছেন চার জন। এঁরা হলেন হাফেয মুহাঃ সেলিম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা শেখ ইনসান আলি, ডাঃ শফিকুল ইসলাম। আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সমাজসেবী জনাব লুতফর রহমান। সভাপতির দুয়ার মাধ্যমে এদিনে সভার সমাপ্তি ঘটে।