জমিয়াতের স্বাধীনতা দিবস উদযাপন

আর এ মণ্ডল-ইন্দাস : বাঁকুড়া জেলা জমিয়াতের অন্যতম বলিষ্ঠ শাখা সংগঠন সাকরুল (ইন্দাস) শাখার উদ্যোগ ও ব্যবস্থাপনার মাধ্যমে সাড়ম্বরে পালিত হল স্বাধীনতা দিবস। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভরত বর্ষ এর ৭৮ তম স্বাধীনতার দিনে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি এবং ইমাম সংগঠনেরও সম্পাদক কাজী সাহাবুদ্দিন সাহেব। বিশিষ্ট ব্যক্তিগণের মধ্যে উপস্থিত ছিলেন জমিয়াতের বরিষ্ঠ প্রাক্তন সভাপতি শেখ সাবেদ আলী সাহেব, সহ-সভাপতি মির নিয়ামুল হোসেন সাহেব, মাওলানা ফয়জুল হক সাহেব, মাওলানা নাসির উদ্দিন সাহেব, কাজী মিনহাজ উদ্দিন সাহেব, সাকরুল জুম্মা মসজিদের সম্পাদক সিদ্দিক মোঃ বিন কাসিম সাহেব এছাড়াও এলাকার জনগণ ও মক্তব এবং স্কুলের ছাত্র-ছাত্রীরা।ব্যানার সহ পথ পরিক্রমাও করা হয়।

    ছবি-