|
---|
রাহুল রায়,নতুন গতি,পূর্ব বর্ধমানঃ আগামী ৯ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ প্রাঙ্গণে জনসভা করতে আসচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভা উপলক্ষে আজ অর্থাৎ রবিবার কাটোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল কাটোয়া তৃণমূল কংগ্রেসের কার্য্যালয়ে। উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক তথা পৌর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে বলে তৃণমূল সূত্রে খবর।