|
---|
সেখ সামসুদ্দিন, ১৭ মেঃ গত দুদিনে জামালপুর ব্লকে হয়ে গেছে প্রবল কালবৈশাখী ঝড়। অনেক মানুষ যাদের ঘরের অ্যাসবেষ্টরের চাল ছিল ঝড়ে সেগুলো উড়ে গেছে। সেই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। আজ ব্লক পার্টি অফিসে বিধানসভার ১৪ টি অঞ্চল কমিটির সভাপতিদের ডেকে তাদের হাতে বিধায়কের কোটা থেকে ২০ টি করে ত্রিপল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক সহ শাখা সংগঠনের সভাপতিরা। তৃণমূল কংগ্রেস সারাবছর সবসময়ই মানুষের পাশে থাকে বলে জানান মেহমুদ খান।