যশ ‘ ও ‘কোভিড ‘ মোকাবিলায় সাগরদিঘি ব্লক প্রশাসনের প্রস্তুতি

রবিউল ইসলাম ও সামিম হোসেন, সাগরদিঘি : মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লক অফিসে যশ ও কোভিড মোকাবেলার জন্য জরুরী বৈঠক হয় মঙ্গলবার । এদিন কোভিড প্রটোকল মেনে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন প্রাপ্ত মন্ত্রী তথা সাগরদিঘির বিধায়ক শ্রী সুব্রত সাহা , ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুরজিৎ চ্যাটার্জী বিধায়ক পুত্র সপ্তর্ষি সাহা,কিসমত আলি প্রমুখ।

    একদিকে করোনার দ্বিতীয় ঢেউ-এর ঝড়, সাথে ব্ল্যাক ফাংগাস এর ঝড়। আর এত সব কিছুর মধ্যেই, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আবার তৈরি হয়েছে নিম্নচাপ। হয়তো, গতবছরের আমফানের মতোই এবছর ফের ধেয়ে আসছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে – ‘যশ’।এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এই রাজ্যের বিভিন্ন জায়গায়। বিডিও সুরজিৎ চ্যাটার্জী বলেন, আমরা সব রকম ভাবে যশ মোকাবেলার জন্য এবার আগে থেকেই প্রস্তুত আছি। বিপর্যয় মোকাবেলায় ভি ভি টিম গঠন করা হয়েছে ও আগামী ২৭শে মে পর্যন্ত নজরদারিতে ১১টি অঞ্চলে বিশেষ কন্ট্রোল খোলা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, করোনা সংক্রমন রুখতে ব্লক প্রশাসন এলাকার মানুষকে মাইকিং করে সচেতন করছে এবং সাগরদিঘিতে ‘ কোভিড সহয়তা কেন্দ্র’ খোলা হয়েছে। ভ্যাকসিনের জন্য নিত্যপ্রয়োজনীয়তার সাথে যারা যুক্ত তাদের প্রথমে নাম নথিভুক্ত করা হয়েছে। খুব শীঘ্রই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন ।
    বিধায়ক শ্রী সুব্রত সাহা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। যশ ঝড়ের জন্য আমরা প্রস্তুত আছি। আগামী ৭২ ঘন্টার জন্য ব্লকের ১১ টি অঞ্চলে ঘূর্নীঝড়ের পরিস্থিতির নজরদারিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কন্ট্রোল রুমে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন বিদ্যালয় গুলিকে কোভিড বিধি মেনে পুর্নবাসনের জন্য প্রস্তুত করা হয়েছে। তিনি আরোও বলেন, ঘূর্নীঝড় যশ নিয়ে সবাই সতর্ক থাকবেন, অযথা আতঙ্কিত হবেন না। সর্বত্রই রাজ্য সরকার আপনার পাশে আছে।
    (ছবি -সাহিন হোসেন)