যশোরে বিএসপির ২১৯তম সাহিত্য সভা অনুষ্ঠিত

এম এস ইসলাম : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর আয়োজিত ২১৯তম মাসিক সাহিত্য সভা শুক্রবার সকাল ১০টায় ‘প্রেসক্লাব যশোর’ মিলনায়তনর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোঃ মুস্তাফিজুর রহমান। বিএসপি সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মেজর (অব.) পরিতোষ রায়, কবি ড. শাহনাজ পারভীন, কবি এ্যাড. জিএম মুছা, কবি রাশিদা আখতার লিলি।

    সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্নার পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, সাবেক সভাপতি এডিএম রতন, আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, কাজী নূর, রাজ পথিক, হোসেন আলী, শাহরিয়ার সোহেল, অধ্যাপক সুরাইয়া শরীফ, আবুল কালাম আজাদ. অরুণ বর্মণ, সহকারী অধ্যাপক তোজাম্মেল হক বকুল, শেখ হামিদুল হক, এম এ কাসেম অমিয়, মোস্তফা কামাল দাদু, জাহিদুল যাদু, মো. হুমায়ন কবীর. শহিদুজ্জামান মিলন, রেজাউল করিম রোমেল, এ্যাড. মাহমুদা খানম, এসকে দাস, শংকর নিভানন, মোস্তফা কামাল দাদু, এমএম নজরুল ইসলাম, সানজিদা ফেরদৌস, মো. মোস্তাফিজুর রহমান, মো. শামীম রেজা, মুরাদ সমসের, নজরুল ইসলাম, শরীফ হোসেন ধীমান, এ্যাড. আহাদ আলী প্রমুখ।
    এদিকে ভারতে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ‘জিরো বাউন্ডারি কবিতা কনসেপ্ট’, পুরুলিয়ার ‘বিশ্ববাংলা সাহিত্য ও সংষ্কৃতিক সংসদ, বর্ধমানের কাটোয়া প্রেসক্লাব কর্তৃক বিদ্রোহী সাহিত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য কবি কাজী নূর সম্মাননা পদক লাভ করায় সভায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।