|
---|
এম এস ইসলাম,যশোর : বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে ২২০তম সাহিত্য সভা আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।বিএসপির সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. শাহনাজ পারভীন, কবি এ্যাড. জিএম মুছা. কবি কাজী ওলিয়ার রহমান।সহ-সভাপতি নূরজাহান আরা নীতির পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি এডিএম রতন, আমির হোসেন মিলন, রাজ পথিক, কবি এবং গবেষক রবিউল হাসনাত সজল, কাজী নূর, মনিরুজ্জামান, এ্যাড. মাহমুদা খানম, এএফএম মোমিন যশোরী, কুতুব উদ্দিন বিশ্বাস, এম এ কাসেম অমিয়, সালমা খাতুন, মোস্তাফিজুর রহমান, সঞ্জয় নন্দী, অরুন বর্মন, গোলাম রসূল, এম এম নজরুল ইসলাম, শাহিদুজ্জামান মিলন, এম মনিরুল ইসলাম, সানজিদা ফেরদৌস, এসকে দাস প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না। সভায় বিশিষ্ট কবি মুহাম্মদ হাতেম আলী সরদারের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।