কুলতলিতে আক্রান্ত চিত্র সাংবাদিক

নতুন গতি, নিউজ ডেস্ক : গতকাল অনাড়ম্বরে পালিত হল ইসলাম ধর্মাবলম্বীর- ধর্মীয় অনুষ্ঠান ঈদ উল ফিতর। প্রশাসনের সতর্কবার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সু সম্পন্ন হয়। এর পরবর্তী সময়ে সুন্দরবন লাগোয়া কুলতলীর রামকৃষ্ণ আশ্রম সন্নিকটে খেয়াঘাট-এই জেটিঘাটের পাশে অসংখ্য মানুষের জমায়েত। আর সেই জমায়েতের চিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবেশিত হওয়ায়, স্থানীয় চিত্র সাংবাদিক রফিকুল ঢালি (বিশ্ব সমাচার) সেখানে উপস্থিত হন।

    বিশ্ব সমাচারের চিত্র সাংবাদিক রফিকুল ঢালি দেখেন বেশ কিছু সংখ্যক মানুষ সোশ্যাল ডিসটেন্স মেন্টেন না করে মুখে মাক্স না ব্যাবহার করে, অল্প পরিষদে দাড়িয়ে আছেন। আর সেই ছবি ক্যামেরাবন্দি করায় তাতে রোষের শিকারে পড়তে হয় । কেন তিনি ক্যামেরাবন্দি করলেন? পরবর্তীতে তিনি বাড়ির উদ্দেশে রওনা দিলে পথ আটকায়। বাইক থেকে টেনে হিচড়ে নামিয়ে বেধড়ক মার দিতে থাকে । পথ চলতি মানুষ জন সাংবাদিক কে এই অবস্থায় দেখে রক্ষা করতে আসলে তাদের কেও প্রহার করেন ওই সমস্ত ব্যক্তিরা ।খবর যায় কুলতলি থানায়। কুলতলি থানার আধিকারিক চিত্র সাংবাদিক কে উদ্ধার করে কুলতলি জয়নগর রুরাল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিৎসার করেন । পুলিশ তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন।এই ঘটনার জেরে এলাকায় প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে । গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক আজ নিগৃহীত । সাধারণ মানুষের মুখে সাংবাদিক নিগ্রহের সংবাদ ছড়িয়ে পড়ায়। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই সংবাদ মুখ মুখ প্রচার হতে সত্যি কি এমন ঘটনা কুলতলী বুকে ঘটেই চলেছে। এমত অবস্থায় চিত্র সাংবাদিক মানুষিক অসুস্থ। আজ তার শারীরিক অবস্থার অবনতিতে, তাকে নিয়ে আসা হয় জয়নগর রুরাল হাসপাতালে । নিরাপত্তার অভাবে ভুগছেন চিত্রসাংবাদিক। এখন পর্যন্ত অধরা রয়ে গেছে,সাংবাদিক এর উপর হামলাকারীরা ।