|
---|
নতুন গতি নিউজডেস্ক: মালদা-উত্তপ্ত পরিস্থিতিতে অনেক সময় সাংবাদিকদের বোঝা যায় না। তাঁদের আলাদা করে চিহ্ণিতও করা সম্ভব হয়ে ওঠে না পুলিশের পক্ষে। এই লকডাউনের সময়েও সাধারণ মানুষের সঙ্গে সাংবাদিকদের আলাদা করে বোঝা বড়ই কষ্টকর হয়ে উঠেছে। এদিকে তাঁদেরও নিয়মিত কাজ করতে হয়। এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে এল জেলা পুলিশ প্রশাসন। এদিন জেলার সাংবাদিকদের একটি করে জ্যাকেট দেওয়া হয়। শহরের ফোয়ারা মোড়ে এদিন এই জ্যাকেট বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ট্রাফিক ওসি তরুণ সাহা-সহ অন্য আধিকারিকরা। এদিন ৫০ জন সাংবাদিকের হাতে জ্যাকেট প্রদান করা হয়। পুলিশ সুপার এদিন বলেন,‘উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশের সঙ্গে সাংবাদিকদেরও কাজ করতে হয়। সেখানে সাধারণ মানুষের সঙ্গে আলাদা করে সাংবাদিকদের বোঝা খুব কঠিন হয়ে পড়ে। সাংবাদিকদের দাবি মতো এদিন একটি করে জ্যাকেট দেওয়া হল।’