সাংবাদিক থেকে অভিনেত্রী

রামিজ আলি আহমেদ, নতুন গতি। মা চাইতেন মেয়ে কোনো উচ্চ পদস্থ সরকারি চাকুরী করুক,যদিও বাবা মেয়ের ইচ্ছেকে সবসময় গুরুত্ব দিতেন।পড়াশোনাতে মেধাবী ছাত্রীটি চাইতেন ক্রিয়েটিভ কিছু করতে।তাই সাউথ সিটি কলেজ থেকে ভূগোলে স্নাতক হওয়ার পর বেছে নিলেন মডেলিং জগৎকে।আর মডেলিং করতে করতেই মিডিয়াতে আসা।মিডিয়ার গুরুত্বপূর্ণ দ্বায়িত্বেও ছিলেন।কিন্তু সেখান থেকে তাঁর স্বপ্নের জগৎ অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে গেল পরিচালক অভিজিৎ সোম-এর ‘দত্ত পাড়ার ক্যাওড়া ক্যাচাল’ ছবি দিয়ে।তিনি অর্পিতা সরকার।মজার এই ছবিতে অর্পিতাকে দেখা যাবে একজন উকিলের চরিত্রে যে খুব রাগি।বিশেষ করে ছেলেদেরকে একদম পছন্দ করেন না।যদিও বাস্তবে অর্পিতা ছেলেদেরকে যে পছন্দ করেন না এমনটা নয়,তিনি যে প্রেমও করছেন জমিয়ে সেটাও সাক্ষাৎকারে স্বীকার করে নেন। ‘দত্ত পাড়ার ক্যাওড়া ক্যাচাল’ ছবিটি খুব সম্ভবত পুজোয় মুক্তি পেতে চলেছে।ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত,মৃনাল বন্দ্যোপাধ্যায়,স্বান্তনা বসু,মানসী সিনহা, ছবির নায়ক রনজয় বিষ্ণু,নায়িকা ঋতিকা সেন।ছবিটি নিয়ে অর্পিতা বেশ আশাবাদী।খুব শীঘ্রই অর্পিতার আরেকটি ছবির কাজ শুরু হবে।পরিচালক পঙ্কজ সিং।ছবির নাম এখনও ঠিক হয়নি।সেই ছবিতে অর্পিতা থাকবেন একজন সাংবাদিকের চরিত্রে।অর্পিতার ইচ্ছে ভবিষ্যতে কৌশিক গাঙ্গুলির ছবিতে অভিনয় করতে চান।অভিনেত্রীর পছন্দ আর্ট হাউস ঘরানার ছবি কারণ সেখানে অভিনয় দেখানোর অনেক জায়গা থাকে। অভিনেত্রীদের কাস্টিং কাউছের মুখোমুখি হতে হয় নাকি জানতে চাইলে,অভিনেত্রী জানালেন,” হতে হয়তো।এই যে আমাদের চরিত্রের উল্টো চরিত্রে আমাদের অভিনয় করতে হয় সেটা কি কম্প্রোমাইজ নয়?” তিনি কথা প্রসঙ্গে আরো জানালেন, “পরিচালক,প্রযোজকদের গোপনে খুশি করে ভালো অভিনেত্রী হওয়া যায়না কখনো।পরিচালক,প্রযোজকদের ক্যামেরার সামনে ভালো অভিনয় করে খুশি করানো উচিৎ।” অভিনেত্রীর ইচ্ছে আরো ভালো ভালো চরিত্রে অভিনয় করা।অভিনেত্রীর অবসর সময় কাটে গান শুনে,রান্না করতেও খুব ভালোবাসেন।

    সাংবাদিক থেকে অভিনেত্রী

    রামিজ আলি আহমেদ, নতুন গতি। মা চাইতেন মেয়ে কোনো উচ্চ পদস্থ সরকারি চাকুরী করুক,যদিও বাবা মেয়ের ইচ্ছেকে সবসময় গুরুত্ব দিতেন।পড়াশোনাতে মেধাবী ছাত্রীটি চাইতেন ক্রিয়েটিভ কিছু করতে।তাই সাউথ সিটি কলেজ থেকে ভূগোলে স্নাতক হওয়ার পর বেছে নিলেন মডেলিং জগৎকে।আর মডেলিং করতে করতেই মিডিয়াতে আসা।মিডিয়ার গুরুত্বপূর্ণ দ্বায়িত্বেও ছিলেন।কিন্তু সেখান থেকে তাঁর স্বপ্নের জগৎ অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে গেল পরিচালক অভিজিৎ সোম-এর ‘দত্ত পাড়ার ক্যাওড়া ক্যাচাল’ ছবি দিয়ে।তিনি অর্পিতা সরকার।মজার এই ছবিতে অর্পিতাকে দেখা যাবে একজন উকিলের চরিত্রে যে খুব রাগি।বিশেষ করে ছেলেদেরকে একদম পছন্দ করেন না।যদিও বাস্তবে অর্পিতা ছেলেদেরকে যে পছন্দ করেন না এমনটা নয়,তিনি যে প্রেমও করছেন জমিয়ে সেটাও সাক্ষাৎকারে স্বীকার করে নেন। ‘দত্ত পাড়ার ক্যাওড়া ক্যাচাল’ ছবিটি খুব সম্ভবত পুজোয় মুক্তি পেতে চলেছে।ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত,মৃনাল বন্দ্যোপাধ্যায়,স্বান্তনা বসু,মানসী সিনহা, ছবির নায়ক রনজয় বিষ্ণু,নায়িকা ঋতিকা সেন।ছবিটি নিয়ে অর্পিতা বেশ আশাবাদী।খুব শীঘ্রই অর্পিতার আরেকটি ছবির কাজ শুরু হবে।পরিচালক পঙ্কজ সিং।ছবির নাম এখনও ঠিক হয়নি।সেই ছবিতে অর্পিতা থাকবেন একজন সাংবাদিকের চরিত্রে।অর্পিতার ইচ্ছে ভবিষ্যতে কৌশিক গাঙ্গুলির ছবিতে অভিনয় করতে চান।অভিনেত্রীর পছন্দ আর্ট হাউস ঘরানার ছবি কারণ সেখানে অভিনয় দেখানোর অনেক জায়গা থাকে। অভিনেত্রীদের কাস্টিং কাউছের মুখোমুখি হতে হয় নাকি জানতে চাইলে,অভিনেত্রী জানালেন,” হতে হয়তো।এই যে আমাদের চরিত্রের উল্টো চরিত্রে আমাদের অভিনয় করতে হয় সেটা কি কম্প্রোমাইজ নয়?” তিনি কথা প্রসঙ্গে আরো জানালেন, “পরিচালক,প্রযোজকদের গোপনে খুশি করে ভালো অভিনেত্রী হওয়া যায়না কখনো।পরিচালক,প্রযোজকদের ক্যামেরার সামনে ভালো অভিনয় করে খুশি করানো উচিৎ।” অভিনেত্রীর ইচ্ছে আরো ভালো ভালো চরিত্রে অভিনয় করা।অভিনেত্রীর অবসর সময় কাটে গান শুনে,রান্না করতেও খুব ভালোবাসেন।