ডায়মন্ড হারবার প্রেস কর্নারে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা :
ডায়মন্ড হারবার প্রেস কর্নারে অনুষ্ঠিত হলো সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। যেখানে একাধিক প্রবীণ ও নবীর সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার প্রেস কর্নারে জেলার সনামধন্য প্রবীণ ও নবীন সাংবাদিকদেরকে দেখা গেল প্রশিক্ষণ নিতে। বিশেষ আড়ম্বরপূর্ণ এই প্রশিক্ষণ শিবিরে হাসিখুশি খোঁজ মেজাজে দেখা গেল সাংবাদিকদের। প্রশিক্ষণের শেষে সকল সাংবাদিককে মানপত্র প্রদান করল ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশন, ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সহযোগিতায়। বিশেষ করে এই কর্মশালায় স্বচ্ছ ও সত্য খবর তুলে ধরার পাশাপাশি সাংবাদিকতা পেশায় আগ্রহ বাড়াতে এই কর্মশালা আয়োজন। প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি এ বিষয়ে পরামর্শ দেন ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশনে সদস্যরা। একজন সাংবাদিকের খবর সংগ্রহের পাশাপাশি সমাজের জন্য কাজ করার পরামর্শ দেন।

    এদিনে উপস্থিত ছিলেন ইউনিসেফ ও আমানত ফাউন্ডেশন এর প্রতিনিধিরা সঙ্গে ডায়মন্ড হারবার প্রেস কর্নারের সভাপতি কিংশুক ভট্টাচার্য সম্পাদক নকিক উদ্দিন গাজী সহ-সম্পাদক অরিন্দম ঘোষ এবং প্রবীণ সাংবাদিক শাজাহান সিরাজ। এই অনুষ্ঠানে শেষে সকল সাংবাদিকদের ডায়মন্ডহারবার প্রেস কর্নার তরফ থেকে যৌথ উদ্যোগে সকলে একত্রিত হয়ে গ্রুপফটো তোলেন। এবং আগামী দিনে এই কর্মশালা বিস্তারিত করার জন্য সবাইকে আহ্বান জানালেন প্রেস কর্নারে একাধিক কর্মকর্তা। সভাপতি ভাষনের মাধ্যমে সকলকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্য দিয়ে ও শুভেচ্ছা বার্তা জানিয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়।