|
---|
সেখ সামসুদ্দিন, ১৫ মার্চঃ মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে মেমারি নতুন বাসস্ট্যান্ডে দিদির দূত ও সুরক্ষা কবজ বিষয়ে একটি সান্ধ্যকালীন সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, আইএনটিটিইউসি সভাপতি শেখ আশরাফ আলী, এসসি-ওবিসি সেলের সভাপতি বিশ্বজিৎ বাগ সহ সমস্ত ওয়ার্ডের সভাপতি, বুথ সভাপতি সহ কর্মীবৃন্দ। এদিন কর্মীদের দিদির দূত ও সুরক্ষা কবজ নিয়ে দিশা দেখান নেতৃত্ব। এই সভাতে মেমারি শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি সুনীল চৌধুরী ও চেয়ারম্যান সন্তু নায়েকের হাতে নিয়োগপত্র তুলে দেন শহর সভাপতি স্বপন ঘোষাল এবং এই দুই ব্যক্তিকে শহর সভাপতি সহ সকল নেতৃত্ব এবং ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে আইনটিইউসির সভাপতি মিষ্টিমুখ করান। জয় হিন্দ বাহিনীর দুই নেতা জানান শহর সভাপতি নেতৃত্বে তারা দলের স্বার্থে কাজ করবেন।