জয় শ্রীরাম না বলাই মুর্শিদাবাদে আক্রান্ত মাদ্রাসা ছাত্রের বাড়িতে পপুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব

আসিফ আলম, নতুন গতি, বহরমপুর : জয় শ্রীরাম না বলাই মুর্শিদাবাদের সাগরদিঘীতে সংঘবাদী হিন্দু দুষ্কৃতিদের হাতে আক্রান্ত মাদ্রাসা ছাত্র রাজিবুল আলাম এর সাথে সাক্ষাৎ করলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি মহঃ আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম।

    তারা আজ সকালে সাগরদিঘী থানার ফুলসহরি গ্রামের আক্রান্ত মাদ্রাসা ছাত্র রাজিবুল আলাম এর বাড়ি গিয়ে আক্রান্ত ছাত্র ও তার পরিবারের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

    প্রসংগত উল্লেখ্য, গত ১৪ জুলাই সকালে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী থানার ফুলসহরি গ্রামের মাদ্রাসা ছাত্র রাজিবুল আলাম কে মোড়গ্রামের সংলগ্ন এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে জোর পূর্বক ‘জয় শ্রীরাম’ বলতে বলে উত্তরদিনাজ পুর জেলার ইসলামপুরের সংঘবাদী কিছু হিন্দু দুষ্কৃতি। রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্র কিশোর রাজিবুল আলামকে ব্যাপক মারধোর করে ও গালি দেয়।ঘটনা জানাজানি হওয়াতে সেখদিঘীর কাছে জনতার হাতে ধরা পড়ে যায় ওই দুষ্কৃতিরা।সাধারণ মানুষ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং দুষ্কৃতি দের উদ্ধার করে আদালতে হাজির করে।

    ঘটনার পরিপ্রেক্ষিতে পপুলার ফ্রন্টের রাজ্য সভাপতি মহঃ আসাদুল্লাহ বলেন,” এন. ডি. এ সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশ জুড়ে উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সংগঠন আর. এস. এস. এর বাড় বাড়ন্ত শুরু হয়েছে। এবার পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লক্ষ্যে সংঘবাদীরা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন আমরা অন্যায় ভাবে আক্রান্ত ব্যক্তিদের পাশে আমরা রয়েছি, থাকবো।